• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জার্মানির নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৭, ১৬:১৬

জার্মানির কোন্সটান্জ শহরের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এসময় পুলিশসহ ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ইন্ডিপেন্ডেন্টের অনলাইন সংস্করণ জানায়, সুইডেন সীমান্তের ওই শহরে গ্রে নাইট ক্লাবে ৩৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এসময় একজন নিহত ও ২ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই বন্দুকধারী সঙ্গে গোলাগুলি হয়। এসময় হামলাকারীসহ এক পুলিশ সদস্য আহত হন।

হতাহত সবাইকে হাসপাতালে নেয়া হয়। পরে বন্দুকধারীকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।

তবে হামলাকারী মোট কয়জন ছিল আর তাদের উদ্দেশ্য কী ছিল তা এখনো পরিষ্কার করে জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

এদিকে গেলো শুক্রবার উত্তর জার্মানির বন্দরশহর হামবুর্গে এক ব্যক্তিকে ছুরি মেরে খুন করেন এক শরণার্থী।

ওই দিন দুপুরে শহরের একটি সুপার মার্কেটে শরণার্থীর হামলায় আরো ৬ জন আহত হয়েছেন। সাধারণ মানুষ হামলাকারীকে তাড়া করে পুলিশের হাতে তুলে দেয়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
মিয়ানমার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, আহত ৩
X
Fresh