• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে শরণার্থীর ছুরি হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৭, ১৫:৪৬

উত্তর জার্মানির বন্দরশহর হামবুর্গে এক ব্যক্তিকে ছুরি মেরে খুন করেছেন এক শরণার্থী।

শুক্রবার দুপুরে শহরের একটি সুপারমার্কেটে শরণার্থীর হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সাধারণ মানুষ হামলাকারীকে তাড়া করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে নেমেছে হামবুর্গ পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুপারমার্কেটে মানুষজন কেনাকাটা করছিলেন। হঠাৎই এক ‌যুবক তরকারি কাটার ছুরি নিয়ে হামলা চালান। হামলায় নিহত হয়েছেন ১ জন। বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয়রাই তাড়া করে ‌যুবককে ধরেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এক ‌যুবককে সশস্ত্র অবস্থায় হামলা চালানোর অভি‌যোগে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আর কেউ ‌যুক্ত আছে বলে জানা ‌যায়নি। কেন ‌যুবক হামলা চালালেন তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলাকারী ২৬ বছর বয়সী এক যুবক। তিনি সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেন। তবে পুলিশ তার জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি।

জার্মান গণমাধ্যমগুলো জানায়, হামবুর্গের একটি শরণার্থী শিবিরে বাস করতেন ওই হামলাকারী।

হামবুর্গের মেয়র ওলাফ স্কোলজ এ ঘটনাকে ঘৃণ্য হামলা বলে অভিহিত করে বলেন, লোকটির রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দেয়া হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে দেশে পাঠাতে দেরি হচ্ছিল।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh