• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নওয়াজ শরীফের ভাই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৭, ২০:১২

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এ সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলোর খবরে এমন তথ্যই পাওয়া যাচ্ছে।

শাহবাজ শরীফ বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি জাতীয় সংসদের সদস্য নন। তাই প্রধানমন্ত্রী হতে হলে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। খাজা আসিফ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকলেও ধারণা করা হচ্ছে শাহবাজ হতে পারেন নির্বাচিত প্রধানমন্ত্রী।

১৯৯৭-১৯৯৯ সালেও শাহবাজ পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৮ সালে পাঞ্জাব সংসদের একজন সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৯৩ সালে পাঞ্জাবের প্রধান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন।

শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ নওয়াজ শরীফ থেকে সরে দাঁড়ান।

দেশটির সর্বোচ্চ আদালত তাকে সরকারি কোনো দপ্তর পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করার এক ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ করেন।

বিবিসি জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়।

নওয়াজ শরিফের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সম্পদের অসঙ্গতি থাকার অভিযোগকে কেন্দ্র করে এ রায় দেন সুপ্রিম কোর্ট।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh