• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ভারতে পরমাণু হামলার পরিকল্পনা ছিল’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৭, ১৬:২৩

ভারতে পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানালেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ।

২০০১ সালে ভারতে পার্লামেন্টে হামলার পর সৃষ্ট পরিস্থিতির কারণে এমনটা ভাবা হয়েছিল। তবে পারমাণবিক হামলা চালালে তার পাল্টা হামলার শিকার হতে হবে ভেবেই ওই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছিলেন তিনি।

জাপানের দৈনিক পত্রিকা ‘মাইনিচি শিম্বুন’এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০১ হামলার পর ভারতে হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

২০০২ সালে যখন উত্তেজনা চরমে তখন পরমাণু হামলা চালাবো কী চালাবো না তা নিয়ে দ্বিধায় ছিলাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম কি করবো। ওই সময় জনসম্মুখেও পারমাণবিক হামলা হতে পারে বলে বলেছিলেন মোশাররফ।

তিনি বলেছিলেন, ‘সব কিছু প্রস্তুত আছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।’

এ প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘শেষ পর্যন্ত আমরা কিংবা ভারত কেউই হামলা চালায়নি। এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh