• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৭, ১২:৪২

আলাস্কা অ্যালিউশিয়ান আইল্যান্ডস ও রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্পের পর সোমবার সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু পরদিন মঙ্গলবার তা প্রত্যাহার করে নেয়া হয়।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। স্থানীয় সময় সকাল ১১টা ৩৪ মিনিটে রাশিয়ার শহর নিকোলস্কোয়ে থেকে ২০০ কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপ এলাকায় এই কম্পন অনুভূত হয়।

ওয়াশিংটন পোস্ট জানায়, দ্য ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয় তারা।

ভূমিকম্পের উৎসস্থল ছিল আলাস্কার অ্যালিউশিয়ান আইল্যান্ডসের কাছে আট্টু নামে একটি বদ্বীপ এলাকা।

সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে। তবে কাছাকাছি কোনো মানববসতি না থাকায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি।

রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়। প্রথম ঘটনার পরে বলা হয়, কম্পনের মাত্রা ৭ দশমিক ৭। পরে তা সংশোধন করে জানানো হয়েছে ৭ দশমিক ৮।

জনমানবহীন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে সেভাবে প্রাণ বা সম্পত্তির ক্ষতি হয়নি।

তবে যত তীব্রতা ছিল তাতে জনবসতির কাছাকাছি এই মাত্রার কম্পন অনুভূত হলে ভয়ঙ্কর বিপদ হতে পারতো বলে ধারণা করা হচ্ছে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
X
Fresh