• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গো-রক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ মোদির

অনলাইন ডেস্ক
  ১৬ জুলাই ২০১৭, ২৩:০৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলোকে গো-রক্ষার নামে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠকে তিনি বলেন, এটাকে যেনো রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং না দেয়া হয়।

মোদি বলেন, যারা গো-রক্ষার নামে আইনভঙ্গ করছে তাদের বিরুদ্ধে প্রদেশগুলোর কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মোদির বরাতে বলেন, অনেক হিন্দুদের কাছে গরু মায়ের মতো কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া কারো উচিত হবে না। বিরোধীদলীয় নেতারা গো-রক্ষার নামে মুসলিম ও দলিতদের ওপর সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন। সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদের অধিবেশনে তারা এ বিষয়টি তুলবেন বলে পরিকল্পনা করছেন।

মোদি বলেন, কিছু রাজনৈতিক দল গো-রক্ষার নামে সহিংসতার রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে, যা ভারতের অসাম্প্রদায়িক চেতনার জন্য ক্ষতিকর। এ বিষয়টিকে যেনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক রং দেয়ার চেষ্টা করা উচিত হবে না। জাতি এ থেকে উপকৃত হবে না। সবাই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এর অবসান ঘটাতে হবে।

গেলো মাসে এক বিবৃতিতে মোদি বলেন, গো পূজার নামে মানুষ হত্যা মেনে নেয়া হবে না।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh