• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্যর্থ অভ্যুত্থানের বর্ষপূর্তিতেও ছাঁটাই-গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৭, ১৩:০৫

তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থানের এক বছর শনিবার।

দিনটি উপলক্ষে বর্ণাঢ্য প্রস্তুতি নিয়েছে তুর্কি সরকার। বর্ষপূতির শুরুতে শুক্রবার আরো সাত হাজারের বেশি পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় এ পর্যন্ত দেড় লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত হয়েছেন।

এছাড়া এদিন গ্রেপ্তার হয়েছেন সামরিক, পুলিশ বাহিনীসহ অন্যান্য বিভাগের আরো ৫০ হাজার।

গেলো বছরের ১৫ জুলাই প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিদ্রোহী সেনাদের অভ্যুত্থান ব্যর্থ করে হাজারো জনতা।

ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন নেটওয়ার্ককে অভিযুক্ত করে তুর্কি কর্তৃপক্ষ।

ওই সহিংসতায় নিহত হন প্রায় আড়াইশ’র বেশি মানুষ।

এই অস্থিতিশীলতার প্রতিক্রিয়ায় বিচার, পুলিশ, শিক্ষাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শুদ্ধতার অংশ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী এবং সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়ে গুলেনপন্থী সরকারি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয় সরকার।

১৯৪১ সালের ২৭ এপ্রিলে জন্ম নেয়া গুলেন একসময় এরদোয়ানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ২০১৩ সালে দুজনের বন্ধুত্বে চিড় ধরে। তুরস্ক সরকারের সমর্থকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্র ধরে তাদের সম্পর্ক নষ্ট হয়।

১৯৯৯ সালে গুলেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে চলে যান। বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বাস করছেন তিনি।

ফেতুল্লাহ গুলেন

তিনি তুরস্কে গুলেন আন্দোলনের জনক। এ আন্দোলন দেশটিতে হিজমেত আন্দোলন নামে পরিচিত।

এরদোয়ান গুলেনের হিজমত আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি তুর্কি সমাজ, গণমাধ্যম, পুলিশ ও বিচার ব্যবস্থায় গুলেনের শক্তিশালী উপস্থিতি নিয়ে প্রশ্নও তোলেন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
X
Fresh