• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলারিকেই বেশি পছন্দ করতেন পুতিন : ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ জুলাই ২০১৭, ১০:৩৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকেই বেশি পছন্দ করতেন। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন নিউজ চ্যানেল সিবিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, হিলারি নির্বাচিত হলে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া হতো। আমাদেরকে আরো বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হতো। ঠিক এ কারণেই পুতিন আমাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাননি।

গেলো বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে আমেরিকায় যখন এ অভিযোগের তদন্ত চলছে তখন এ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।

ডেমোক্র্যাট দলের অভিযোগ করছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দেয়ার জন্য ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এবং মস্কোর সহযোগিতা নিয়েই ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বর্তমানে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গেলো সপ্তাহে জার্মানির হামবুর্গে প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন। জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত ওই বৈঠক নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হয়। সমালোচকরা প্রায় সোয়া দু’ঘন্টার এ বৈঠককে নির্বাচনে ট্রাম্প-পুতিন যোগসাজশের আলামত হিসেবে প্রমাণের চেষ্টা করছেন।

কিন্তু ট্রাম্প এ সম্পর্কে বলেছেন, দু’টি বৃহৎ পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্টদের মধ্যকার বৈঠক লম্বা হতেই পারে। এ ছাড়া ওই বৈঠকে সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতা হয়েছে যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh