• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেয়ায় মার্কিন সেনা আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৭, ১৭:০০

আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে গেলো শনিবার ইকাইকা এরিক কাং নামের এক মার্কিন সেনাকে আটক করা হয়েছে। মার্কিন এক আদালতের দাবি, আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া এবং সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

৩৪ বছরের ওই মার্কিন সেনা অফিসার প্রশান্ত মহাসাগরীয় কমান্ডে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করত।

তার আইনজীবীর দাবি, কাংয়ের মানসিক সমস্যা রয়েছে। মার্কিন সরকার তা জানা সত্ত্বেও বিষয়টিতে গুরুত্ব দেয়নি।

সম্প্রতি হনলুলুর শোফিল্ড ব্যারাকে কাংকে কাজে পাঠানো হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সেনা সূত্রে জানতে পারে কাং আশঙ্কাজনক কথাবার্তা বলছে এবং আইএসের সমর্থনেও বক্তব্য শোনা গেছে তার মুখে।

গোয়েন্দা সংস্থার দাবি, এ বছরের মার্চ মাসেই কাং বলেছিল, কোন পথে মারাত্মক নির্যাতন করা যায়, তার উপায় খুঁজে বেড়াচ্ছে সে। অরল্যান্ডোর পালস নাইটক্লাবে বন্দুকবাজের হামলার খবর শোনে ওই মাসেই কাং তার এক সহকর্মীর সঙ্গে আলোচনা করেছে- ‘শুটারের যা করার ছিল, তা-ই করেছে। বিশ্বে আমেরিকাই একমাত্র জঙ্গি প্রতিষ্ঠান।’ এর পরে কাংয়ের আরো ‘বিস্ফোরক’ মন্তব্য, ‘হিটলারই ঠিক ছিলেন। উনি ইহুদি নিধনে বিশ্বাস করতেন।’

কাংয়ের কম্পিউটার ঘেঁটেও এমন শ’পাঁচেক নথি পাওয়া গেছে, যা থেকে আইএসের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ মেলে। আল কায়েদার পত্রিকা ‘ইন্সপায়ার’ এর ১৩টি সংখ্যাও মিলেছে। গোয়েন্দাদের দাবি, পরে খোলাখুলি আইএসের উদ্দেশে সে বলেছে, ‘তুরস্কে যেতে চাই। সেখান থেকেই আইএসের কাজে যোগ দিতে চাই। মানুষ বলে ওরা বেআইনি কাজ করছে। কিন্তু আমি মনে করি ওখানে যারা গণহত্যা করছে, তাদের বিরুদ্ধেই আইএস লড়াই করছে।’

ফেডারেল কোর্টে সোমবার হাজিরা দিয়েছে কাং। পরের শুনানি ২৪ জুলাই।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh