• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরে হত্যার অভিযোগে বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৭, ১৪:৪৪

সিঙ্গাপুরে হত্যার অভিযোগে সোহেল রানা(৩৪) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।

রোববার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র গেইলাং লরং এলাকা থেকে ৪২ বছরের লিম লিইং’র মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিনই হত্যার অভিযোগে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন তার তিন সহযোগীর একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন সকাল ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে ওই ব্যক্তির ওপর বাংলাদেশি সোহেল রানা হামলা করেন বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, তিন সহযোগীকে নিয়ে তিনি এ হামলা চালান। তারা লিম লিইংকে কিল-ঘুঁষি মারেন ও মাথায় সজোরে আঘাত করেন। ফুটপাতে মারধরের শিকার লিমের মৃত্যু হয় সকাল ৮টা ৫ মিনিটের দিকে।

এদিকে আসছে ১৮ জুলাই সোহেল রানাকে আদালতে হাজির করা হবে।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh