• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে জবাইয়ের জন্য গরু কেনাবেচা করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৭, ১৮:৪৬

ভারতে জবাই করার উদ্দেশ্যে গরু কেনাবেচা নিষিদ্ধ করে জারি করা সরকারের আদেশ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

এ সংক্রান্ত তামিলনাড়ুর একটি মামলা মাদ্রাজ হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। মঙ্গলবার এ মামলার রায়ে সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেন।

গেলো মে মাসে ভারত সরকার জবাই করার জন্য হাটে গরু কেনাবেচা নিষিদ্ধ করে। সরকারের ওই আদেশে আরো বলা হয়, হাট বাজারে কেবল কৃষিকাজ, ডেইরি ফার্ম ও চাষাবাদের জন্য গরু বেচাকেনা করা যাবে।

এ আদেশ জারির পর থেকেই ভারতজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

আসাম ও মিজোরাম রাজ্যে খোদ ক্ষমতাসীন দল বিজেপির এমপিরা পর্যন্ত প্রকাশ্যে এ আদেশের বিরুদ্ধাচরণ করেন।

জবাইয়ের উদ্দেশ্যে গরু-মহিষ কেনাবেচা যাবে না ভারতের কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বলেছিলেন, ভারতীয় সংবিধানের ২৪৬ অনুচ্ছেদ অনুযায়ী অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাজ্য বিধানসভার। কেন্দ্র থেকে চাপিয়ে দেয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে। তিনি রাজ্যের বিষয়ে নাক না গলাতে কেন্দ্রকে অনুরোধ করেছিলেন তিনি।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh