• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার লন্ডনের মার্কেটে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুলাই ২০১৭, ০৯:১০

ইংল্যান্ডের রাজধানী লন্ডনেরে একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭০ জন কর্মী কাজ করছেন।

স্থানীয় সময় সোমবার সকালে ক্যামডেন মার্কেটের ৩টি ফ্লোর ও ছাদে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। তবে এখনো আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তাসংস্থা বিবিসি জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। বিস্ফোরণের পর মার্কেটের পাশের ভবনের বাসিন্দারা চিৎকার করতে থাকেন।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ক্যামডেন মার্কেট এলাকাটি পর্যটকদের অন্যতম পরিচিত স্থান। এ মার্কেটে ১ হাজার দোকান রয়েছে।

১৯৭৪ সালে তৈরি হওয়া এ মার্কেটটিতে প্রতিবছর ২৮ মিলিয়ন ক্রেতা পরিদর্শন করেন।

এদিকে ঘটনাস্থলের সামনে বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে।

এর আগে গেলো মাসের ১৩ জুন শহরের পূর্ব লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনে ৮০ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আগুনের রেশ কাটতে না কাটতে ওই মাসের ২৪ তারিখে বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিনের একটি চারতলা ভবনে ফের আগুন লাগে। যদিও সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওয়াই/এসএস

বাবা-মা’র সঙ্গেই মৃতুর পথ বেছে নিলেন তারা

লন্ডন অগ্নিকাণ্ডে নিখোঁজ হোসনার বিয়ে ২৯ জুলাই

লন্ডন অগ্নিকাণ্ড: নিখোঁজ বাংলাদেশি পরিবার (ভিডিও)

লন্ডন অগ্নিকাণ্ড : সেহরি খেতে ওঠায় বেঁচে গেলেন তারা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
X
Fresh