• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেলফিতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ভারতে

আরটিভি অনলাইন, আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুলাই ২০১৭, ২১:২৬

সেলফি অর্থাৎ নিজে নিজের ছবিটা তুলে ফেলা। এখন তো অক্সফোর্ড ডিকশনারিতেও জায়গা করে নিয়েছে সেলফি। বর্তমানে সেলফি তোলাটা বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে বিশ্বব্যাপী।

সামাজিক মাধ্যমগুলোতে ছবি প্রকাশের ঢলের কারণে পুরো দুনিয়ার মানুষ সেলফি আসক্ত বললেই চলে।

তবে নিজেকে নানাভাবে সেলফিতে প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত অকাল মৃত্যুতে ঢলেও পড়ছেন কেউ কেউ। আর এ মৃত্যুর মিছিলে এগিয়ে রয়েছে ভারত।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেলফি তুলতে গিয়ে সারাবিশ্বে ১২৭ জন প্রাণ হারানো মানুষের মধ্যে ৭৬ জনই ভারতের।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও দিল্লির ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অব ইনফরমেশন ‘মি, মাইসেলফ অ্যান্ড কিলফি: ক্যারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেনটিং সেলফি ডেথস’শীর্ষক যৌথ গবেষণায় এ তথ্য প্রকাশ পায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য উঠে আসে।

গেলো ২৭ জুন ভারতের মেরিনড্রাইভে সমুদ্রে ভাসমান অবস্থায় সেলফি তুলতে গিয়ে প্রীতি নামের ১৭ বছর বয়সী এক কিশোরী প্রাণ হারান। ১৫ মে সমুদ্রে সেলফি তুলতে গিয়ে মীনাক্ষি রাজেশ নামের প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী ভেসে গেছেন। ১ মে মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সোলাপুরে নৌকায় বেড়ানোর সময় সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে চার চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়। ৩১ জানুয়ারি চেন্নাইয়ে চলন্ত ট্রেনের সামনে রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে প্রাণ হারান এক কিশোর।

শুধু তাই নয়, ভারতে প্রাণহানির পরিমাণ বেড়ে যাওয়ায় মুম্বাই পুলিশ ১৫টি স্থানকে নিষিদ্ধ এবং শহরে ‘সেলফি ফ্রি পয়েন্ট’ স্থানের নাম প্রকাশ করেছে। মানুষকে এ ব্যাপারে সচেতন করতে টুইটারেও সচেতনতামূলক বার্তা দিয়ে থাকে মুম্বাই পুলিশ। তারা বলছেন, সেলফি তুলতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দেবেন না।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh