• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারত-ইসরায়েল একই পথের যাত্রী: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৭, ২০:৪৩

ভারতও আমাদের বন্ধুরাষ্ট্র। আমরা একই পথের যাত্রী ও একসঙ্গে সব বাধা মোকাবেলা করব। বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩ দিনের ইসরায়েল সফরের দ্বিতীয় দিনে দু’নেতার বৈঠকের পর এ কথা বলেন নেতানিয়াহু।

এসময় যৌথ প্রযুক্তিগত সহায়তা ফান্ডে ৪০ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দেন নেতানিয়াহু।

এদিন ৭টি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেন মোদি।

বুধবার যৌথ বিবৃতির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোদি’র উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিরক্ষা, নিরাপত্তা, স্যাটেলাইট ও প্রযুক্তি, পানি, কৃষি, বাণিজ্য ও পর্যটন ইস্যুতে ৭টি চুক্তি সই করে দু’দেশ।

এদিকে যৌথ বিবৃতিতে মোদি বলেন, ইসরায়েল ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান মোদি।

তিনদিনের সফরে শেষ দিন বৃহস্পতিবার মোদি প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতের সেনাদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

গেলো ৭০ বছরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিই প্রথম ইসরায়েল সফর করছেন।

এ সফর শেষে জি-২০ সামিটে যোগ দিতে জার্মানিতে যাবেন মোদি।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh