• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেইম্যান আইল্যান্ডের গভর্নর হচ্ছেন আনোয়ার চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৭, ১৯:১৪

বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী বৃটেনের ওভারসিজ টেরিটরি কেইম্যান আইল্যান্ডের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের মার্চ থেকে আইল্যান্ডটির গভর্নর হেলেন কিলপ্যাট্রিকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মাত্র ২৬৪ বর্গকিলোমিটার এ দ্বীপটির রাজধানী জর্জটাউন। লোকসংখ্যা প্রায় ৬০ হাজার। প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী গভর্নরই এ দ্বীপটির প্রধান।

নিয়মানুযায়ী ব্রিটিশ সরকারের পরামর্শে রাণী গভর্নরকে নিয়োগ দেন।

বর্তমানে আনোয়ার চৌধুরী ২০১৩ সাল থেকে পেরুতে ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

২০০৪ সাল থেকে ৪ বছর ঢাকায় ব্রিটিশ হাই-কমিশনারও ছিলেন তিনি। সেময় সিলেটের শাহজালাল (র.) মাজার মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময়ে তিনি জঙ্গি হামলার শিকার হন।

পরে ওই হামলার জন্য ৩ জঙ্গিকে ফাঁসিও দেয় বাংলাদেশ সরকার।

পরে ২০১১ সাল পর্যন্ত ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউশন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার। পরে ওই দপ্তরের আরো কয়েকটি পদে কাজ করেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে ২০০০ সাল থেকে ৪ বছর বৃটিশ ক্যাবিনেট অফিসে ই-গভর্মেন্টের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শুধু তাই নয় ব্রিটিশ মিলিটারি, রয়্যাল এয়ার ফোর্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে কাজ করেছেন তিনি।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh