• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২২, ১৯:২১
শ্রীলঙ্কায় সংঘর্ষের মধ্যে এমপিকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক এমপি নিহত হয়েছেন।

সোমবার (৯ মে) রাজধানী কলম্বোর কাছে নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

নিহত অমরাকীর্থি আথুকোরালা ক্ষমতাসীন রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনার (এসএলপিপি) এমপি ছিলেন।

জানা গেছে, নিত্তামবুয়া এলাকায় ওই এমপির গাড়ি বিক্ষোভকারীরা আটকে দিলে তিনি গুলি ছোড়েন। এতে দুইজন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তার লাশ পাওয়া যায়।

এদিকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট নিয়ে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

জানা গেছে, শুক্রবার মাহিন্দা রাজাপাকসেকে পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন তারই বড় ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপরই আজ সোমবার পদত্যাগ করলেন মাহিন্দা।

উল্লেখ্য, বৈদেশিক রিজার্ভের সংকট এবং মুদ্রাস্ফীতিতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা। এ জন্য রাজাপাকসে সরকারের দুর্নীতিকে দুষছে দেশটির জনগণ। দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে শ্রীলঙ্কা।

এমন উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন মাহিন্দা রাজাপাকসে। অবশেষে বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh