• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ইসরাইল সরকার উৎখাত করতে চায় হামাস’

আরটিভি নিউজ

  ০২ মে ২০২২, ২৩:১৬

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল সরকার উৎখাত করতে চায় বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলের বর্তমান সরকারের জোট সঙ্গী রা’ম (ইউনাইটেড আরব লিস্ট) পার্টির নেতা মাহমুদ আব্বাসের সমালোচনা করার পর বেনেত এ দাবি করেন। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন মুখোশ খুলে যায় এবং কে কী চায় তা পরিষ্কার হয়। হামাস যে আমাদের সরকারকে উৎখাত করতে চায়, সেটা পরষ্কার। তবে আমরা হামাসকে জিততে দেব না।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার টেম্পল মাউন্টে পুলিশের সহিংসতার পর ইউনাইটেড আরব লিস্ট পার্টির নেতা মাহমুদ আব্বাসকে নিন্দা জানান সিনওয়ার।

বেনেত বলেন, তিনি বিস্মিত নন যে সিনওয়ার এমন একটি ইসরাইলি সরকার পছন্দ করেন না যা আরব-ইসরাইলি নাগরিকদের জীবনকে উন্নত করে, সহাবস্থানের উন্নতি করে এবং হামাসকে তার পূর্বসূরিদের মতো ডলারের স্যুটকেস দেয় না।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
X
Fresh