• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরব, আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন, বাংলাদেশে কাল

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মে ২০২২, ১০:৩৯
সৌদি আরব, আমিরাতসহ, মধ্যপ্রাচ্যে, ঈদ উদযাপন, বাংলাদেশে কাল
ফাইল ছবি

দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ সোমবার (২ মে) এসব দেশে ঈদুল ফিতর উদযাপন করছে ধর্মপ্রাণ মুসলমানরা।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র টুইট বার্তায় জানায়, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সিরিয়া, ইয়েমেন,মিশর, সুদান, ফিলিস্তিন, লেবানন এবং তুরস্কেও আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ২ এপ্রিল থেকে যেসব দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে সেসব দেশে ১ মে পূর্ণ হয়েছে ৩০টি রোজা।

এদিকে, বাংলাদেশেও পূর্ণ হয়েছে ৩০ টি রোজা। সে হিসেবে মঙ্গলবার (৩ মে) সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।রোববারর সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি।

ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। আসুন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইহুদিদের ধর্মীয় উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা করবে না ইসরায়েল’
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
X
Fresh