• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটেনে আগুনের ঘটনায় পদত্যাগ করলেন সিটি কাউন্সিল প্রধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৭, ১৫:০৮

ব্রিটেনে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ড মোকাবেলায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন কেনিংস্টন ও চেলসি কাউন্সিলের প্রধান নির্বাহী নিকোলাস হোলগেট।

তিনি বলেন, গেলো সপ্তাহের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৯ জন প্রাণ হারিয়েছেন। এটা খুবই হৃদয়বিদারক। তার এ পদে অবস্থান ঠিক নয়।

স্থানীয় সরকার মন্ত্রী সাজিদ জাভিদ তাকে পদত্যাগ করতে বলেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জাভিদ।

হোলগেট বলেন, ‘আমার দায়িত্বপালন করে যাওয়া ইচ্ছা থাকলেও এখন পরিস্থিতি অনেক প্রতিকূল। তাই কাজগুলো যেন সুষ্ঠুভাবে চলে সেজন্য দায়িত্ব ছেড়ে দিচ্ছি আমি।’

বুধবার এক বিবৃতিতে হোলগেট জানিয়েছিলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করাই এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘এখন আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য অনেক কিছু করার আছে। এজন্য কাউন্সিলের কাজ অনেক বেশি। এ অবস্থায় আমি এ পদে থাকলে শুধু সমস্যাই তৈরি হবে।’

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh