• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আনা হলো স্কুল ছুটি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২২, ১০:১১
পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আনা হলো স্কুল ছুটি
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২৭ এপ্রিল) মুখ্যমন্ত্রী বলেন, এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। গরম তারা সহ্য করতে পারছে না। যদি অসুবিধা না থাকে, আগামী ২ মে থেকে গরমের ছুটি।

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকেও গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলোকেও জানাতে বলা হয়েছে। আর ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।

কলকাতায় টানা ৫৭ দিন বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর-রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব জায়গায় স্বস্তির বৃষ্টি হতে পারে
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
তাপপ্রবাহ আরও তিন দিন, স্বস্তির বৃষ্টি হতে পারে যেসব জায়গায় 
কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ
X
Fresh