• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিজাব পরায় পরীক্ষায় দিতে পারেননি কর্ণাটকের সেই ২ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২২, ১৭:২৫
হিজাব পরায় পরীক্ষায় দিতে পারেননি কর্ণাটকের সেই ২ ছাত্রী
ছবি: সংগৃহীত

হিজাব পরে আসায় কর্ণাটকের সেই দুই ছাত্রী আলিয়া আসাদি ও রেশমাকে কলেজের চূড়ান্ত পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ এপ্রিল) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে আসলে কেন্দ্রে থেকেই তাদের ফেরত পাঠানো হয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, হিজাব পরেই পরীক্ষার অনুমতির জন্য ওই দুই ছাত্রী ৪৫ মিনিট ধরে পরিদর্শক ও কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন। কিন্তু অনুমতি না দিলে তারা বাধ্য হয়ে পরীক্ষা না দিয়েই চলে যায়।

এদিকে রাজ্যের অনেক মুসলিম ছাত্রী হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের কাছে অনুমতি চেয়ে আসছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হিজাব পরা কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

উল্লেখ্য, আলিয়া আসাদি ও রেশমা দীর্ঘদিন ধরেই হিজাবের পক্ষে আন্দোলন করে আসছিলেন। এমনকি আদালতে পিটিশনও দাখিল করেছিলেন তারা। কিন্তু গত ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট তাদের পিটিশন খারিজ করে দিয়ে বলেছিল, হিজাব ‘ইসলাম ধর্মের কোনো অপরিহার্য বিষয় নয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
X
Fresh