• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডেপুটি স্পিকারকে চড়-ঘুসি মারলেন ইমরানের দলের সদস্যরা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২২, ২১:৩৭
ডেপুটি স্পিকারকে চড়-ঘুসি মারলেন ইমরানের দলের সদস্যরা (ভিডিও)
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির ওপর চড়াও হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা।

শনিবার (১৬ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, নিরাপত্তারক্ষীরা দোস্ত মুহাম্মদ মাজারিকে উদ্ধার করার আগে ইমরানের দলের সদস্যরা তাকে চড়-ঘুষি মারেন এবং টানাহেঁচড়া করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে লোটা (বদনা) নিয়ে ঢোকেন। পিটিআই থেকে দলত্যাগ করা নেতাদের উদ্দেশে লোটা লোটা বলে শ্লোগান দেন।

এসময় তারা বলেন, তাদের দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হয়েছেন হামজা শাহবাজ এবং পারভেজ এলাহি। এই দুইজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছেলে হামজা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং অন্যান্য জোটের যৌথ প্রার্থী। অন্যদিকে পিটিআই সমর্থিত হচ্ছেন পিএমল-কিউ'র পারভেজ এলাহি।

প্রতিবেদনে বলা হয়েছে পিটিআইয়ের বিদ্রোহী সদস্যরা ভোট দিতে পারলে নিশ্চিন্তে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন হামজা।

এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পার্লামেন্টের বাইরে মোতায়েনরত পুলিশ ভেতরে প্রবেশ করেন। এলাহি এবং অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ জানান। তারা এটিকে সংসদের পবিত্রতা লঙ্ঘন বলে অভিহিত করেন।

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh