• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরকারি কর্মীদের ছুটি কমালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২২, ১৯:১৬
সরকারি কর্মীদের ছুটি কমালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সদ্য ঘোষিত রিলিফ প্যাকেজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) এই নির্দেশ দিয়েছেন তিনি। এক দিন আগে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্যাকেজ ঘোষণা করেন শাহবাজ। খবর জিও নিউজের

খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী দুই দিনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছেন। এর বদলে সরকারি কার্যালয়গুলো এখন সপ্তাহে ছয় দিন খোলা থাকবে। এ ছাড়া অফিস সময়সূচি বদলে সকাল আটটা করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রমজান মাসে স্বল্প মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রমজানে বাজার কঠোরভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই জনগণের জন্য বেশ কিছু প্রণোদনা ঘোষণা করেন তিনি। সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপিতে উন্নীত করার ঘোষণা দেন তিনি। অবসরপ্রাপ্ত সরকারি এবং সামরিক কর্মচারীদের পেনশন ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। তরুণদের জন্য ল্যাপটপ এবং প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সকাল সকাল কার্যালয়ে উপস্থিত হন শাহবাজ শরিফ। সেই সময়ে অফিসে পৌঁছাতে না পারা কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ওঠেন তিনি।

সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh