• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে তারকাদের সঙ্গে মতবিনিময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৭, ২১:৩৬

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বাংলাদেশের তারকাদের সঙ্গে মতবিনিময় ও যোগ অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠান করেছে ভারতীয় হাই-কমিশন।

বৃহস্পতিবার সকালে ঢাকায় ভারতীয় হাই-কমিশন কার্যালয়ে এ যোগব্যায়ামের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বিশেষ ধরনের এ শারীরিক, মানসিক ব্যায়াম ও আধ্যাত্মিক অনুশীলনে যোগ দেন টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের তারকা ও বিভিন্ন যোগব্যায়াম প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা।

এ সময় অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা ও মেহজাবিন, সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর ও মেহরীন উপস্থিত ছিলেন।

আসছে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ভোর সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে যোগব্যায়ামের আয়োজন করা হবে।

যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এ প্রথা ভারতে এখনো প্রচলিত আছে।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন।

ওই বছরের ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh