• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লেবাননকে দেউলিয়া ঘোষণা উপপ্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২২, ১১:৪৮
লেবাননকে, দেউলিয়া, ঘোষণা, উপ-প্রধানমন্ত্রীর,
ছবি: সংগৃহীত

লেবানন রাষ্ট্র হিসেবে এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি।

স্থানীয় আল-জাদেদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাষ্ট্র ও ব্যাংক ডু লিবান (কেন্দ্রীয় ব্যাংক) দেউলিয়া হয়ে গেছে। আমরা জনগণের ক্ষতি কমানোর চেষ্টা করব।

তিনি বলেন, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক এবং আমানতকারীদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। এ ব্যাপারে কোনো মতবিরোধ নেই।

২০১৯ সালের শেষের দিক থেকে লেবানন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। এর মধ্যে রয়েছে বড় ধরনের মুদ্রার অবমূল্যায়ন, জ্বালানি ও চিকিৎসাসেবা ঘাটতি।

লেবাননের মুদ্রা ৯০ শতাংশ মূল্যমান হারিয়েছে। জনগণের খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ মৌলিক পণ্য গ্রহণের ক্ষমতা হ্রাস পেয়েছে।

আল-শামি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘উপেক্ষা করার মতো নয়।’ তাই ব্যাংক থেকে টাকা উত্তোলন সব মানুষের জন্য উন্মুক্ত থাকতে পারে না।

আমরা যদি একটি স্বাভাবিক পরিস্থিতিতে থাকতে পারতাম বলেও আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি।

চলমান অর্থনৈতিক সংকটের কারণে ২০১৯ সাল থেকে লেবাননে বৈদেশিক মুদ্রায় নগদ টাকা উত্তোলন কঠোরভাবে সীমিত করা হয়েছে।

সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবানন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯
X
Fresh