আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ২২:৩৬
ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার ভোরে এ ঘটনার পর নবম থেকে ১৩তম সড়কের মধ্যে একটি এলাকা বন্ধ করে দেয় পুলিশ।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, রেস্তোরাঁ এবং বারে পরিপূর্ণ এলাকাটিতে বন্ধুকধারী গুলি শুরু করলে লোকেরা পালিয়ে যায় এবং সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
এর পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
পুলিশ জানায়, এলাকাটি এড়িয়ে চলুন। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
মন্তব্য করুন