• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্রেনফেল টাওয়ারে আগুন : উত্তাল ইংল্যান্ড (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৭, ১০:১৯

ইংল্যান্ডে রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল কেনসিংটন অ্যান্ড চেলসি টাউন হল।

শুক্রবার ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিয়ে টাউন হল ঘেরাও করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের এক পর্যায়ে টাউন হলের ভেতরে ঢুকে পড়েন কয়েক শ’ বিক্ষুব্ধ মানুষ। সেখান থেকে একজনকে আটক করেছে পুলিশ।
পরিস্থিতি অগ্নিগর্ভ থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃতদের স্মরণে লাটিমার ক্রিস্টিয়ান সেন্টারের পাশে মোম হাতে দু’মিনিট নিরবতা পালন করেন অনেকে।

আগুনের পর থেকেই ঘটনার গুরুত্ব অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ তুলে কাউন্সিল কর্তৃপক্ষ এবং থেরেসা মে’র সরকারের প্রতি তীব্র সমালোচনা করেন স্থানীয়রা।

নিখোঁজদের পরিবারের অভিযোগ, কোন তথ্য দিয়েই সহযোগিতা করছে না কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাদের পরিবারের সঙ্গে দেখা না করায়, তীব্র সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে স্থাপিত ওয়েস্টওয়ে স্পোর্টস সেন্টারের একটি ত্রাণকেন্দ্র ঘুরে দেখেছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও রাজপুত্র প্রিন্স উইলিয়াম।

বুধবার রাতের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখনো অন্তত ৭৬ জনের মতো লোক নিখোঁজ রয়েছেন।

আগুনে ভবনটি একদম ছারখার হয়ে যাওয়ায় শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

১৯৭৪ সালে নির্মিত ১২০টি ফ্ল্যাটের গ্রেনফেল টাওয়ারে ৪০০ থেকে ৬০০ মানুষের বসবাস করছিলেন।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh