• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লন্ডন অগ্নিকাণ্ড : নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০১৭, ০৮:৩৫

লন্ডনের পশ্চিমাঞ্চলীয় লাটিমের রোডে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ১৭তে পৌঁছেছে।

পুলিশ জানায়, উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে। ৭০ জনের বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সেসময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকাণ্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা যায়।

তবে, ঠিক কি কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

এর আগে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ভবনের ভেতরে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। ভবনের ভেতরে অভিযান চালালেও কাউকে জীবিত পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।

ভবনের ভেতরে কেউ এখনও জীবিত কিনা তা জানতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হচ্ছে।

এদিকে, ব্রিটেনের রাণী এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে বলেন, নিখোঁজদের জন্য এখন প্রার্থনা করা ছাড়া কোনো বিকল্প নেই।

অন্যদিকে নিখোঁজদের জন্য ভবনের আশপাশে ভীড় করেছেন স্বজনেরা। অগ্নিকাণ্ডের ঘটনার আপডেট জানতে সংবাদমাধ্যমের উপর নজর রাখছেন শহরের মানুষ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

লন্ডন ফায়ার সার্ভিসের প্রধান ড্যানি কটন হতাহতের পরিমাণ নিয়ে শঙ্কায় আছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় ঠিক কতজন যে বের হতে পেরেছেন তা নিয়েই যত শঙ্কা তার। যদিও অনেকে নিরাপদ বের হয়ে আসতে পেরেছেন। তবে যারা এখনও নিখোঁজ আছেন, তাদের পরিণতি নিয়েই ভয় হচ্ছে বেশি।

এমন অবস্থায় ভবনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের অভিযোগ, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বহুতল ভবন নির্মাণ করলেও কেন অগ্নিনির্বাপন ব্যবস্থা দুর্বল ছিল।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh