• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৯ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২২, ১১:০৫
যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৯ জন নিহত 
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে লুববকের হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (১৮ মার্চ) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, অ্যান্ড্রুজ কাউন্টিতে দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলো ১৩ বছরের এক শিশু। ট্রেক্সাসের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে গাড়ি চালানো নিষিদ্ধ। দুর্ঘটনায় ট্রাকের চালক ওই শিশুও মারা গেছে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের গলফ দলকে বহন করছিলো ভ্যানটি। সংঘর্ষে ওই দলের কোচসহ ৭ জন মারা যায়। সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। খবর আরও বলা হয়েছে, পিক আপ ট্রাকে ওই শিশুর বাবাও ছিল, যিনি নিহত হয়েছেন।

নিউ মেক্সিকোর একটি বিশ্ববিদ্যালয়ের গলফ দলের সদস্যরা টুর্নামেন্ট শেষ করে একটি ভ্যানে ঘরে ফিরছিলেন। হঠাৎই টেক্সাসের এন্ড্রুস কাউন্টিতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

এদিকে জাতীয় নিরাপত্তা বোর্ড সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ১২ সদস্যের তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh