• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজক্ষমায় মুক্তি মিলল গাদ্দাফি পুত্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৭, ০৯:৩১

রাজক্ষমার আওতায় মুক্তি মিলেছে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় সন্তান সাইফ আল ইসলাম গাদ্দাফির।

ছয় বছর আগে জিনতান শহর থেকে স্থানীয় এক মিলিশিয়া গোষ্ঠী তাকে ধরে নিয়ে যায়। ধারণা করা হতো বাবার পছন্দের উত্তরসূরী ছিলেন সাইফ।

বিবিসি জানায়, ফেসবুক পেজে সাইফের মুক্তির বিষয়টি প্রকাশ করেছে আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন।

দেশটির অন্তর্বর্তী সরকারের অনুরোধেই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে মিলিশিয়া গোষ্ঠীটি।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বর্তমানে পূর্বাঞ্চলীয় শহর বায়দা’তে স্বজনদের সঙ্গে আছেন, গাদ্দাফি পুত্র সাইফ।

এর আগেও সাইফকে মুক্ত করার সংবাদ প্রকাশ পায়। তবে পরে সেটি সংবাদটি ভুয়া প্রমাণিত হয়।

২০১১ সালে নাইজার যাওয়ার সময় তাকে এক মরুভূমি থেকে আটক করা হয়।

৪৪ বছর বয়সী সাইফ ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh