• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

থেরেসার মন্ত্রিসভায় থাকছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৭, ১৯:৪৬

ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টিকে (ডিইউপি) সঙ্গে নিয়ে মন্ত্রিসভা গঠনে তোড়জোর শুরু করেছেন পুনঃনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

উত্তর আয়ারল্যান্ডের দলটির সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করছেন তিনি।

বিদায়ী সরকারের বেশ ক’জন হাই-প্রোফাইল ব্যক্তিকে রাখা হচ্ছে নতুন মন্ত্রিসভায়।

এদের মধ্যে চ্যান্সেলর হিসেবে ফিলিপ হ্যামন্ড, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আম্বার রুডকে নিশ্চিত করা হয়েছে।

বহাল থাকছেন ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডাভিস, প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনও।

সাধারণ নির্বাচনে আট মন্ত্রী আসন হারানোয় তাদের স্থলে নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হবে।

এর আগে শুক্রবার ডিইউপিকে নিয়ে নতুন সরকার গঠনের ঘোষণা দেন থেরেসা মে।

প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ভাষণে তিনি বলেন, নতুন সরকার নিশ্চয়তা দেবে এবং সংকটময় সময়ে ব্রিটেনকে এগিয়ে নেবে।

এ সময় নতুন সরকার গঠনের ১০ দিনের মধ্যেই পূর্ব নির্ধারিত ১৯ জুনের মধ্যে ব্রেক্সিট আলোচনা শুরুর ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh