• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৭
রানি, এলিজাবেথ, করোনায়, আক্রান্ত,
ফাইল ছবি

৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

প্যালসের পক্ষ থেকে জানানো হয়, রানির মৃদু ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগামী সপ্তাহে উইন্ডসরে ‘হালকা কাজগুলো’ চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, রানি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তার চিকিৎসা সেবা চলতে থাকবে এবং তিনি যথাযথ নির্দেশনা মেনে চলবেন।

গত ১০ ফেব্রুয়ারি রানির বড় ছেলে প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হওয়ার পর এ খবর আসলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোঝা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেলে যেখানে রানি থাকেন, সেখানে বেশ কয়েকজন কোভিড পজিটিভ হয়েছেন।

২০২১ সালের জানুয়ারিতে রানির প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন এবং তারপর পরবর্তী ডোজ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

যদিও রানীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সাধারণত গোপন রাখা হয়, তবুও প্যালেস আগেই নিশ্চিত করেছে যে তাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটেনে গির্জাকে ১০০ বিলিয়ন পাউন্ড ‘জরিমানা’
ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা
X
Fresh