• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ২৫ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০১৭, ১৩:০০

ভারতে বাজি তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণের জেরে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

এতে আশঙ্কাজনক অবস্থা ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট এলাকায়। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালাঘাটের খাইরি গ্রামে সামনাপুর রাস্তার পাশে প্রায় জঙ্গল ঘেরা এলাকায় বাজি কারখানাটি ছিল। ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি।

তবে স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে পর্যন্ত আওয়াজ কানে এসেছে। এই কারখানাটি আগে লোকালয়ে ছিল।

প্রশাসনের উদ্যোগে তা নিরিবিলি এলাকায় গেলো কয়েকবছর আগে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক আহমেদ ওয়ারসি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের দেহ টুকরো হয়ে এদিক-ওদিকে পড়ে ছিল।

সবমিলিয়ে মোট ২৩টি দেহ উদ্ধার হয়েছে। বালাঘাটের এসপি অমিত সাঙ্ঘী জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে রাস্তা ঠিক না থাকায় সমস্যা হয়।

নিহতদের মধ্যে মাত্র ১৪জনের দেহ আপাতত শনাক্ত করা গিয়েছে।

জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh