• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইরান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭, জিম্মি ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৭, ১৪:৪৮

ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে বুধবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে পার্লামেন্টে হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হবার খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা তাসনিম।

প্রাথমিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের পরাস্ত করা হয়েছে বলে দাবি করে। তবে ইরানের সরকারি সূত্র স্বীকার না করলেও এ ভবনের ওপরের তলায় এখনও সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানা গেছে। সেখানে কমপক্ষে চারজন জিম্মি থাকার খবর পাওয়া গেছে।

পার্লামেন্টের এক সদস্য জানান, ঘটনার সময় তিনি পার্লামেন্টের ভেতরে ছিলেন। এরপর গোলাগুলি শুরু হলে পার্লামেন্টের সব দরজা বন্ধ করে দেয়া হয়। এ সময় একজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বেষ্টিত ছিল।

বার্তা সংস্থা ফারস জানায়, একজন অস্ত্রধারী আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলি চালায় এবং কয়েকজন আহত হয়। এটি ছিলো আত্মঘাতী হামলা।

এ ছাড়া ইমাম খোমেনির মেট্রো স্টেশনে আরো একটি সন্ত্রাসবাদী হামলা হয় বলে খবর পাওয়া গেছে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh