• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনের পর এবার মেলবোর্নে আইএস এর হামলা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০১৭, ১৩:২৫

লন্ডনে হামলার পর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে হামলার দায় স্বীকার করলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বন্দুকধারী হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তবে তার আগেই বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

বন্দুকধারীর নাম ইয়াকুব খায়রি। তিনি এক নারীকে জিম্মি করেছিলেন।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, ইয়াকুব অস্ট্রেলিয়ার নাগরিক। খবর পেয়ে ভারী অস্ত্র নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যে অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছিল সেখানে ঢুকে অ্যাপার্টমেন্টের হলরুমে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।

এসময় ইয়াকুবের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আইএসের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হলেও প্রাথমিকভাবে এ হামলাকে জঙ্গি হামলা হিসেবে মানতে নারাজ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।

যদিও ভিক্টোরিয়ার পুলিশ প্রধান গ্রাহাম অ্যাশটন জানান, ইয়াকুব একজন চিহ্নিত অপরাধী। ২০০৯ সালে সিডনিতে সেনাবাহিনীর একটি ব্যারাকে হামলার পরিকল্পনার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।

এছাড়া ইকাবুরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হাজতেও ছিলেন তিনি। তবে গেলো বছর প্যারোলে মুক্তি পান।

আর চিহ্নিত সন্ত্রাসীকে প্যারোলে মুক্তি দেয়ায় সমালোচনাও চলছে সোশ্যাল মিডয়ায়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh