• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সড়ক থেকে আকাশে উড়বে গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ০৮:৫৯
সড়ক থেকে আকাশে উড়বে গাড়ি
ছবি: সংগৃহীত

নতুন একটি গাড়ি আকাশে ওড়ার অনুমতি দিয়েছে স্লোভাকিয়া সরকার। এটি রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে। সুইচ চাপলেই সড়কে থেকে আকাশে উড়াল দেবে এটি। এ জন্য সময়ও লাগবে মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড।

‘এয়ার কার’ নামে এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লেইন। গাড়িটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে ওড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে।

স্টেফান ক্লেইন জানান, স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষের এ স্বীকৃতি ভবিষ্যতে তাকে বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরিতে সহায়তা করবে।

গাড়িটি ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে। যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত। তবে চালকের প্রয়োজন হবে পাইলটের লাইসেন্স।

উল্লেখ্য, উড়ন্ত গাড়ির প্রদর্শনী বিশ্বে এটিই প্রথম নয়। ২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ সামনে এনেছিল উবার। তবে এখনও চূড়ান্ত সম্মতির ধাপ পার হতে পারেনি তারা। এছাড়া যুক্তরাষ্ট্রেও টেরাফিউজিয়া নামে একটি প্রতিষ্ঠানের উড়ন্ত গাড়ি এয়ারওর্দিনেস সনদ পেয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে, সিএনএন, বিবিসি

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
X
Fresh