• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫ বাঙালির নামে যুক্তরাজ্যে পাঁচটি ভবনের নামকরণ

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৩০
৫ বাঙালির নামে যুক্তরাজ্যে পাঁচটি ভবনের নামকরণ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনে পাঁচজন বিশিষ্ট বাঙালির নামে পাঁচটি নতুন ভবনের নামকরণ করা হয়েছে। দেশটির বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই নামকরণ ঘোষণা করে। এই পাঁচ বিশিষ্ট বাঙালি হলেন- কবি সুফিয়া কামাল, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, লন্ডনের প্রয়াত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ বেলাল এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক আলতাব আলী।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস সোমবার এক সংবাদ সম্মেলনে এই পাঁচজন বিশিষ্ট বাঙালির নাম ঘোষণা করেন। ভবনগুলোর নির্মাণকাজ প্রায় শেষ। এর মধ্যে চারটি ভবনের নির্মাণকাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলে জন বিগস জানিয়েছেন। শুধু শাহাবউদ্দিন বেলাল নামে নামকরণ করা ভবনের নির্মাণকাজ শুরু হতে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।
মেয়র জানান, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পূর্ব লন্ডনের ব্রিটিশ বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটেনে গির্জাকে ১০০ বিলিয়ন পাউন্ড ‘জরিমানা’
ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
X
Fresh