• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১৩:০৫
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্রের

ঘন অন্ধকারে সাত মেডিকেল ছাত্র নিয়ে ছুটছিল গাড়ি। আচমকা গাড়ির সামনে চলে আসে একটি বন্য জন্তু। চালক দ্রুত ব্রেক কষেছিলেন। কিন্তু দ্রুত ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে পাশের নর্দমায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত মেডিকেল শিক্ষার্থীর।সড়ক দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন বিজেপির এক এমপির ছেলেও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ার্ধার সেলসুরায়। মৃতদের প্রতি শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ছাত্র আবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাড়ি করে যাচ্ছিলেন সাত মেডিকেল শিক্ষার্থী।ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনো বন্য জন্তু। তা দেখে দ্রুত ব্রেক কষেন চালক। কিন্তু গাড়ির গতিবেগ বেশি থাকায় গাড়িটি উল্টে গিয়ে পড়ে রাস্তার পাশের নর্দমায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরোরার বিজেপি এমপি বিজয় রাহাঙডালের ছেলে আবিষ্কারসহ সাতজন মেডিকেল ছাত্রের।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে জানিয়েছেন, মৃতদের পরিবারবর্গকে এককালীন দুই লাখ টাকা আর্থিক সহায়তা করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh