• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই ইসরায়েলির কাণ্ডে মাঝপথ থেকে ফিরে গেল বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ১২:৪৬
দুই, ইসরায়েলির, কাণ্ডে, মাঝপথ, থেকে, ফিরে, গেল, বিমান,
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেছে। শুক্রবার দুই ইসরায়েলি যাত্রীর হাঙ্গামার কারণে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অর্ধেক ফাঁকা থাকা ফ্লাইটটির বিজনেস ক্লাস আসনে গিয়ে বসেন ওই দুই ইসরায়েলি যাত্রী।

ইউনাইটেড এয়ারলাইনস বিজনেস ইনসাইডারকে জানায়, ৩৩০ আসনের বোয়িং ৭৮৭-১০ বিমানটিতে ১২৩ জন যাত্রী ছিল।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিমানবালারা যখন ইসরায়েলি যাত্রীদের বিজনেস ক্লাস আসনের টিকিট দেখতে চান, তখন তারা টিকিট দেখাতে অস্বীকৃতি জানান।

সে সময় ইউনাইটেড ফ্লাইটে থাকা ৯০ বছরের যাত্রী রোই লোটান ইসরায়েলি গণমাধ্যম নিউজ টুয়েলভকে বলেন, ওই যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন আবং হাঙ্গামা শুরু হয়, যা বিমানের ভেতর দেড় ঘণ্টা ধরে চলে। পরে পাইলট নিউইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে চলে যান।

অবতরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিমানটি পরিদর্শন করেন এবং পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয়।

বিমানবন্দর পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, ওই যাত্রীদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্র: বিজনেস ইনসাইডার

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
X
Fresh