• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শিশুদের তাড়াতে ফাঁকা গুলি, মন্ত্রীর ছেলেকে পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ০৯:৪৫
শিশুদের, তাড়াতে, ফাঁকা, গুলি, মন্ত্রীর, ছেলেকে, পিটুনি,
ছবি: সংগৃহীত

একটি উদ্যানে খেলাধুলা করতে থাকা শিশুদের তাড়াতে শূন্যে গুলি করার অভিযোগে ভারতের বিহারের এক মন্ত্রীর ছেলেকে পিটিয়েছেন গ্রামবাসী। ঘটনার ভিডিওতে দেখা গেছে, এক দল মানুষ মন্ত্রীর ছেলেকে মারধর করছেন এবং তার কাছ থেকে বন্দুক কেড়ে নেন।

স্থানীয়রা জানান, বিজেপি নেতা ও পর্যটন প্রতিমন্ত্রী নারায়ণ শাহর ছেলে বাবলু কুমার শিশুদের ভয় দেখাতে শূন্যে গুলি ছোড়েন। এতে পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

ভিডিওতে আরও দেখা গেছে, সরকারি গাড়িতে আসা এক ব্যক্তিকে মারতে তাড়া করছেন গ্রামবাসীরা। বাবলু কুমার গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মন্ত্রীর নাম সম্বলিত গাড়ির নেমপ্লেট ভাঙেন তারা।
প্রতিমন্ত্রী নারায়ণ শাহ দাবি করেন, উদ্যানে তার ছেলের সঙ্গে সীমালঙ্ঘন করা হয়েছে, তাকে হেনস্তা করা হয়েছে এবং তার লাইসেন্সকৃত বন্দুক ছিনিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযোগ ভিত্তিহীন। এটি তার মানহানির করা জন্য রাজনৈতিক ষড়যন্ত্র।

আহত গ্রামবাসীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বন্দুকটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার উপেন্দ্র ভার্মা পিটিআইকে বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
X
Fresh