আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:১৪
ভারতে একদিনে করোনা শনাক্ত ৩ লাখ ৩৩ হাজার

করোনাভাইরাসে ভারতে একদিনে ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৫২৫ জনের।
রোববার (২৩ জানুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯১ লাখ। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৪০৯ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে দেশটিতে শনাক্তের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ।
ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ করোনার সক্রিয় রোগী। দেশটিতে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৮৭ হাজার ২০৫ জন। সূত্র: এনডিটিভি
আরএ/টিআই
মন্তব্য করুন