• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৮
মরক্কো, উপকূলে, নৌকাডুবিতে, ৪৩, অভিবাসী, নিহত,
প্রতীকী ছবি

মরক্কোর দক্ষিণাঞ্চলে তারফায়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্পেনভিত্তিক সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস’র সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানায়।

সংস্থাটির মুখপাত্র এএফপিকে বলেন, দুর্ঘটনাকবলিত নৌকাটি থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার সকালের দিকে জীবিতরা বাঁচার আকুতি জানাচ্ছিলেন এবং দুই ঘণ্টা যোগাযোগ রক্ষা করতে পেরেছিলেন।

ক্যামিনাডো ফ্রন্টিরাস জানায়, কয়েক ঘণ্টার মধ্যে মরক্কোর কর্তৃপক্ষ নৌকাটির অবস্থান শনাক্ত এবং এটি উদ্ধার করে।

সংস্থাটি জানায়, ৪৩টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

নৌকাটির যাত্রীরা স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন, যা তারফায়া থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে।

উন্নত জীবনের আশায় ইউরোপের উপকূলে যেতে উত্তর আফ্রিকার দেশটি মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।

ক্যামিনাডো ফ্রন্টিরাসের তথ্যমতে, গতবছর এ পথে স্পেনে যাওয়ার চেষ্টা করে চার হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। অধিকাংশের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২১ সালে সমুদ্রপথে ৩ লাখ ৭৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে প্রবেশ করেছে।

সূত্র: এনডিটিভি

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
X
Fresh