• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টেক্সাসে ৪ ব্যক্তিকে জিম্মি করা সেই বন্দুকধারী নিহত

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৫১
টেক্সাসে ৪ ব্যক্তিকে জিম্মি করা সেই বন্দুকধারী নিহত
ছবি: সংগৃহীত

প্রায় ১০ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদি উপাসনালয়ে ৪ ব্যক্তিকে জিম্মি করে রাখা সেই বন্দুকধারী নিহত হয়েছে। জিম্মি হওয়া প্রত্যেক ব্যক্তি সুস্থ ও নিরাপদে আছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানে বন্দুকধারী নিহত হয়েছে। কিন্তু তার মৃত্যু কীভাবে হলো তা নিশ্চিত করেনি পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের ইহুদিদের একটি উপাসনালয়ে ওই বন্দুকধারী ৪ জনকে জিম্মি করে। জিম্মি করার ৬ ঘণ্টা পর একজনকে ছেড়েও দেয়া হয়। পরে এফবিআইয়ের জিম্মি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বাকি ৩ জনকে উদ্ধার করে। এ সময় জিম্মিকারী নিহত হন। অভিযানের সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনা গেছে বলে জানা গেছে।

জিম্মিকারী যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানি নিউরো বিজ্ঞানী আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেয়ার দাবি জানায়। যার মুক্তির জন্যই জিম্মিকারী এই কাণ্ড ঘটিয়েছেন।

উল্লেখ্য, আফিয়া সিদ্দিকি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়। সে সময় ঘটনাটি পাকিস্তানে তুমুল আলোচনা ও আফিয়ার মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন হয়। তার সমর্থকদের দাবি, তিনি অবিচারের শিকার।

বর্তমানে টেক্সাসের কারাগারে আফিয়া সিদ্দিকি তার বন্দিজীবন কাটাচ্ছেন। সূত্র: আলজাজিরা

আরএ/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক
জিম্মিদশার ৩১ দিনের লোমহর্ষক বর্ণনা দিলেন জাহাজের ক্যাপ্টেন
X
Fresh