• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে সু চির বিরুদ্ধে আরও ৫ দুর্নীতির অভিযোগ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ২৩:৪৯
মিয়ানমারে, সু চির, বিরুদ্ধে, আরও, ৫, দুর্নীতির, অভিযোগ,  
ফাইল ছবি

মিয়ানমারের সামারিক জান্তা সরকার দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সাং সু চির বিরুদ্ধে নতুন করে দুর্নীতির পাঁচটি অভিযোগ দায়ের করেছে। যার একটি হলো অবৈধভাবে হেলিকপ্টার ভাড়া ও কেনায় অনুমতি প্রদান।

শুক্রবার (১৪ জানুয়ারি) একজন এইন কর্মকর্তা এ তথ্য জানান।

গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সু চি আটক রয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রত্যেকটিতে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। তিনি অন্যান্য অপরাধেও অভিযুক্ত। অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখার কারণে এবং করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করায় তার ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

তার সমর্থক ও অধিকার সংগঠনগুলো বলছে, সু চির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো সেনাবাহিনীর পরিকল্পিত, তাদের ক্ষমতা দখলকে বৈধতা দিতে এবং তাকে রাজনীতিতে ফেরা থেকে বিরত রাখতে।

সূত্র: এনপিআর

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh