• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চালক জানালেন ট্রেন দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ১৮:২৯
চালক, জানালেন, ট্রেন, দুর্ঘটনার, ভয়াবহ, অভিজ্ঞতা,
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দোমোহনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। কিন্তু দুর্ঘটনা কবলিত বিকান এক্সপ্রেসের চালক প্রদীপ কুমার জানালেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা।

তিনি বলেন, ট্রেনটি ৯৫ থেকে ১০০ কিলোমিটার স্পিডে ছিল। দোমোহনি স্টেশনে সবুজ সংকেত দেখেই ট্রেনটি চালান। হঠাৎ অ্যাডভান্স সিগন্যালের আগে ঝাঁকুনি অনুভব করে সঙ্গে সঙ্গে ব্রেক করেন তিনি। আর তখনই পেছনের বগি উল্টে যায়।

রেললাইনের সমস্যার জন্যই এমন হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এর আগে, পশ্চিমবঙ্গের গণমাধ্যম জানায়, ট্রেনটির ১০টি বগি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেনটির ইঞ্জিনের পর থেকে ১২টি বগি দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৭টি বগি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ট্রেনটি ছাড়ার সময় তাতে প্রায় ৭০০ যাত্রী ছিলেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত বগিগুলোকে রেললাইন থেকে সরানোর কাজ করছে উদ্ধারকারী দল। ওই লাইন দিয়ে এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh