• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২২, ১৪:৩৮
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন
ছবি সংগৃহিত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিবিসি সূত্রে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি জ্বলন্ত বিল্ডিং থেকে ধোঁয়া উঠছে।

বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগুন লাগার ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে কালো ধোঁয়া উড়ছে। ধোঁয়ায় আকাশ ভরে যাচ্ছে, বিল্ডিংয়ের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করছে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

বিবিসি জানায়, পার্লামেন্ট অধিবেশন ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা একজন জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।আগুনের ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।

শহর কর্তৃপক্ষ জানায়, বিল্ডিংয়ের ছাদে আগুন লাগে এবং তা ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও ছড়িয়ে পড়ে।

গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া দে লিল জানান, প্রদেশের কাউন্সিলের (সংসদের উচ্চকক্ষ) চেম্বারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে জাতীয় পরিষদ ভবনটি এখনও জ্বলছে।

কেপটাউনে পার্লামেন্টের হাউসগুলো তিনটি বিভাগ নিয়ে গঠিত, যার মধ্যে প্রাচীনতমটি ১৮৮৪ সালে নির্মাণ করা হয়।

গত বছর, একটি অগ্নিকাণ্ডে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একটি অংশ পুড়ে যায়, যেখানে আফ্রিকান সংরক্ষণাগারগুলির একটি অনন্য সংগ্রহ ছিল।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
X
Fresh