• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাড়ছে করোনা তবুও টিকা নেবেন না! ভয়ে যা করলেন এই ব্যক্তি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:১৫
বাড়ছে করোনা তবুও টিকা নেবেন না! ভয়ে যা করলেন ব্যক্তি (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যকর্মী ও সরকার পরিস্থিতি আয়ত্তে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এক শ্রেণির মানুষ কিছুতেই টিকা নিতে চাইছেন না। সে রকমই একটি ঘটনা ঘটেছে দেশটির পুদুচেরির কনেরিকুপ্পম গ্রামে। টিকা নেওয়ার ভয়ে গাছে উঠে বসে থাকলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি।

পুদুচেরি সরকার ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যপূরণের জন্য স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি পাঠাতে শুরু করেছে। এই পদক্ষেপের উদ্দেশ্য, যত দ্রুত সম্ভব ইচ্ছুক-অনিচ্ছুক সকল ব্যক্তিকে টিকাকরণের আওতায় নিয়ে আসা। স্বাস্থ্যকর্মীরা যখন কনেরিকুপ্পম গ্রামে টিকাকরণের জন্য বাড়ি বাড়ি ঘুরছেন, তখন তারা দেখেন টিকা নেওয়ার ভয়ে এক ব্যক্তি তার নিজের বাড়ির কাছে একটি গাছে উঠে বসে রয়েছেন। স্বাস্থ্যকর্মী এবং পথ-চলতি অনেকে তাকে হাজার বার বুঝিয়ে টিকা নিতে অনুরোধ করা সত্ত্বেও তিনি নিচে নেমে আসেননি। উল্টো তাকে বলতে শোনা যায় যে, স্বাস্থ্যকর্মীরা তাকে টিকা দিতে পারবে না, কারণ তিনি গাছ থেকে নিচে নামবে না। শেষমেশ স্বাস্থ্যকর্মীদের হাতে আর কোনো উপায় না থাকায় তারা সেখান থেকে চলে যান। ওই ব্যক্তির কাণ্ডকারখানা ভাইরাল হয়েছে টুইটারে। অনেকে ওই ব্যক্তির আচরণের সমালোচনাও করেছেন।

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল টিকা নিতে অনিচ্ছুক ইতালির এক চিকিৎসক টাকা খরচ করে নকল হাত বানিয়েছিলেন সেই হাতে টিকা নেবেন বলে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল টিকা নিতে অনিচ্ছুক এক মহিলা টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীকে তাড়া করছেন। সিরামের অধিকর্তা আদর পুনাওয়ালাও একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘টিকা নিতে অনীহা দেশে করোনা মোকাবিলায় অন্যতম বাধা।’

Vaccine hesitancy at its peak!

"I will not take the vaccine, you can't get me",says a 40 year old man after climbing a tree @ Puducherry when the health dept. workers insisted him to take the #COVID19 jab.#vaccination#CovidIndia pic.twitter.com/1a8B5MdZb1

— Sanjeevee sadagopan (@sanjusadagopan) December 28, 2021

সূত্র: আনন্দবাজার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh