• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির আলমারি থেকে ১৫০ কোটি টাকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২১, ১২:৫০
বাড়ির, আলমারি, থেকে, ১৫০, কোটি, টাকা, উদ্ধার,
ছবি: সংগৃহীত

ভারতের কানপুরে পীযূষ জৈন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ কোটির নোট উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানে। খবর আনন্দবাজারের।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আয়কর বিভাগের কর্মকর্তারা প্রথমে পীযূষের বাড়িতে অভিযান চালান। সেখানেই উদ্ধার হয় ১৫০ কোটির নোট। পীযূষের সুগন্ধী দ্রব্যের ব্যবসা। সেই সঙ্গে তার কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। মুম্বাইয়ে একটি শোরুমের মালিক তিনি।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।

আরেকটি ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। নোট রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা।

আয়কর দপ্তর সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালান। কর্মকর্তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া বিল দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও বিল তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া বিল পাওয়া গেছে বলে অভিযোগ পীযূষের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
X
Fresh