• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাইকে থাকা ছিনতাইকারী নারীকে টেনে নিয়ে গেল ১৫০ মিটার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৫
বাইকে থাকা ছিনতাইকারী নারীকে টেনে নিয়ে গেল ১৫০ মিটার  (ভিডিও)

দেশে কিংবা বিদেশে প্রায় সবখানেই কমবেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে।তেমনি ব্যস্ত রাস্তায় ছিনতাই করতে গিয়ে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী এক নারীকে ১৫০ মিটার টেনে নিয়ে গেছে । আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।শুক্রবার এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বাইকে থাকা দুজন ছিনতাইকারী এক নারীর মোবাইল ছিনতাই করার পর তাকে বেশ কিছু দুর টেনে নিয়ে যায়।

এরপর ওই নারীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। এ সময় বাইক থেকে তাকে ছিটকে ফেলে দেয় ছিনতাইকারীরা।তবে রাস্তায় তখন কোনো যানবাহন না থাকায় সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।পরে পথচারীরা তাকে উদ্ধার করেন।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির শালিমারবাগ এলাকায়।

ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানায় স্থানীয় পুলিশ।

A woman was dragged for around 100 meters by robbers on bike in Shalimar Bagh area of #Delhi on #16December. She is undergoing treatment at a hospital. Even after nine years of #Nirbhaya case nothing has changed interms of #WomenSafety in National capital @DelhiPolice pic.twitter.com/M9anRJLiS0

— Saurabh Trivedi (@saurabh3vedi) December 16, 2021

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
X
Fresh