• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না ইউরোপ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০১৭, ১২:৪৩

যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্য মিত্র দেশগুলোর ওপর ভরসা রাখতে পারছে না ইউরোপ। বললেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল।

রোববার মিউনিখে এক নির্বাচনী প্রচারনায় জার্মান চ্যান্সেলর এসব কথা বলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে তিনি এসব কথা বলেন।

মার্কেল বলেন, শুধু যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র নয় রাশিয়ার সঙ্গেও ইউরোপকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে হবে। আর সবচে’ বড় কথা ইউরোপীয়দের নিজেদের ওপর আস্থা রাখতে হবে।

তিনি বলেন, ইউরোপিয়ানদের এখন অন্যদের ওপর পুরোপুরি আস্থা রাখার দিন শেষ। গেলো কয়েক দিনের সফরে আমি সেটাই বুঝেছি। আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে।

ইউরোপিয়ানদের উদ্দেশ্যে জার্মান নেতা বলেন, মনে রাখা দরকার যে আমাদের ভবিষ্যতের জন্য যুদ্ধ করতে হবে। কারণ আমাদের কারো ওপর এখন ভরসা করে থাকার দিন শেষ। আমাদের ইউরোপিয়ান হিসেবে নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

এদিকে গেলো বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট প্রতিরক্ষা খরচ বাড়াতে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে গেলো শুক্র ও শনিবার জি-৭ সম্মেলনে মার্কেলসহ অন্য নেতারা প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে ট্রাম্পের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh